বিদায়ের ক্ষণ, নয়তো এখন,
বহু কাজ আছে বাকি।
শুধিতে ঋণ, লাগে যতদিন,
স্থির যেন থাকি।
আঘাত যা আসে, ভাগ্য বিলাসে,
সহি যেন সব নিরবে।
আপনার যাহা, লভি যেন তাহা,
আপন কর্ম গৌরবে।
ভুল যদি হয়, কখনো আমায়,
বুঝিবার দিও জ্ঞান।
সংকট ক্ষণে, জীবন-মরণে,
না ত্যাজি সম্মান।
নিজেরে যেনো, না করি কখনো,
অপমান-অবহেলা।
সকলের তরে, সপিয়া আপনারে,
শেষ যেনো হয় বেলা।
দিন চলে যায়, রাত্রি ফুরায়,
ভাঙ্গে-গড়ে কত কূল।
এ ধরণী তলে, কাঁদা-মাটি-জলে,
রয় যেনো দুটো ফুল।
ক্ষমা করে দিও, কাছে টেনে নিও,
ক্লান্তি আসিলে মনে।
শীতল পরশে, চোখের নিমিষে,
তুলে নিও সাবধানে।
তোমার করুণা, করি কামনা,
আমার সকল কাজে।
সত্যের জয়, কর অক্ষয়,
রহিয়া হৃদয় মাঝে।
১০.০৪.২০১৮; রাত ১২:৪৭