বেশ কিছুক্ষণ রহিনু চাহিয়া,
তোমার ছবিরও পানে।
সাদা-কালো ছবিতে কি জানি আছে,
বারে বারে মন টানে।
তব অবয়বে যতকিছু আছে,
নিঁখুত গড়ন যেনো।
আঁখি ডাকিছে দেখিতে তাকে,
ভুরু যুগলে এসে থামো।
কপালের টিপ পরিয়াছো ঠিক,
মৃদু হাসি দু’ঠোটে।
কর্ণে দুলিছে ঝুমকো দুল,
কবরীতে ফুল ফোঁটে।
হরিণী-কন্ঠ তোমার গলেতে,
মনোহরিনী ওই বড় সীতাহার।
অলক দিয়েছে বর্ধিত শোভা,
রাখিয়া নিজেকে আঁখি-ভ্রু বরাবর।
আপন আঁখিকে করেছি শাসন,
তবপানে আর যেনো নাহি চাহে।
তুমি ভার্যা অন্য কারো,
বুক ভেঙ্গে যায় বাহে!
১২.০৪.২০১৮; দুপুর ১২:৫০