মনকারিগর মনের মাঝে,
কেমনে বাঁধিস ঘর?
ভোলা তোরে যায় না ওরে,
যতই করিস পর।
ভালবাসার প্যারাক দিয়া,
আবেগগুলো দিস জুড়িয়া।
আদর-সোহাগ দুই খুটিতে,
রাখিস মনে ‘পর।
রঙিন রঙিন স্বপ্ন দিয়া,
ঘরখানা তুই দিস সাজাইয়া।
মাঝে মাঝে ঝিলিক দিয়া,
ভইরা তুলিস ঘর।
কেমন কইরা মনের মাঝে,
তোরই কথা নিত্য বাজে।
প্রেম-বিরহ, সকাল-সাঁজে,
থাকিস স্বপন ‘পর।