কারো কিছু নিয়ে টানাটানি মানা,
এ কথা বলো কে না জানে?
কিছু লোক তবু টানাটানি করে,
কারো মানা কভু শোনে না কানে।
নিজের যা আছে সাবধানে রাখো,
টানাটানি থেকে দূরে।
সম্মান নিয়ে টানাটানি হলে,
ধৈর্য্য ধরে থাকো পিছনে ফিরে।
জেনে রাখা ভালো খুব ভালো করে,
কিসের টানাটানি কি ক্ষতি করে-
সম্মান নিয়ে সে-ই টানাটানি করে,
যার থেকে তুমি আছো উপরে।
সম্মান গেলে তার-ই যাবে জেনো,
ভালো করে বুঝে এই কথা মানো।
কেউ যদি কারও সম্মান নিয়ে
করে যায় টানাটানি।
ভালবাসো তারে আরো বেশি করে,
সেই বড় ধন-প্রচারক, নয়নের মনি।
আর কিছু নিয়ে টানাটানি হলে
করো নাকো তাকে ক্ষমা।
সমাজের গাঁয়ে বিশফোঁড়া সে,
চিনে রাখো তারে, করো তুলোধোনা।