কত বলে কয়ে, প্রেমিকার পায়ে,
প্রেম নিবেদনে, করনিতো কোনো দ্বিধা।
বউ করে তারে, আনিলেই ঘরে,
কেন পদে পদে, দাও তারে বাঁধা?
কত কিছু করে, দেখিবার তরে,
বাহিরেতে আনো, করনিতো কোনো ভয়।
বউ করে তারে, আনিলেই ঘরে,
কেন বারে বারে, অনুমতি নিতে হয়?
কত ভালোবেসে, কথা বলো হেসে,
লুটোপুটি করো, করনিতো কোনো কার্পণ্য।
বউ করে তারে, আনিলেই ঘরে,
কেন বলো তারে, তোমারে করেছি ধন্য?
কত না স্বপনে, ডাকো গোপনে,
কত কিছু করো, করনিতো তাল-বাহানা।
বউ করে তারে, আনিলেই ঘরে,
কেন রেগে বলো, আজতো সময় হবে না?
কত দিন নির্জনে, একা বসে আনমনে,
কত ভালো চাহিলে, করনিতো কোনো ছলনা।
বউ করে তারে, আনিলেই ঘরে,
,কেন শুধু করো, চরম আত্ম-প্রতারণা?