জীবনের অনেক কথা, বলে গুরুজন,
লক্ষণ দেখে ফল কি হবে, করো নিরুপন।

জীবন শেষে লাভ নেই কোনো, করিয়া ক্রন্দন,
নিম্নে দেয়া লক্ষণ দেখে, হও সচেতন।

জীবনে পূর্ণতা প্রাপ্তির পূর্বলক্ষণ,
মনের মতো পাওয়া, আর একটি মন।

জীবনে বন্ধু পাওয়ার পূর্বলক্ষণ.
কারো নিঃস্বার্থ সহযোগিতা, পূর্ণ সমর্থন।

মনেতে প্রশান্তি পাওয়ার পূর্বলক্ষণ,
মনের মতো মনের, বন্ধুত্ব সর্বক্ষণ।

জীবনে গর্বিত হওয়ার পূর্বলক্ষণ,
সন্তান বুঝে বংশমর্যাদা, মাতা-পিতার মন।

জীবনে স্বার্থক হওয়ার পূর্বলক্ষণ,
মিলে-মিশে চলতে থাকা, পরিবার-পরিজন।

জীবনে ধন্য হওয়ার পূর্বলক্ষণ,
অলক্ষ্যে কর্ম-প্রশংসা, করে লোকজন।

জীবনে সফল হওয়ার পূর্বলক্ষণ,
সময় মেপে কর্ম সম্পাদন, বলে বিজ্ঞজন।




২২.০৪.২০১৮, দুপুর 1:18