মানুষের রক্ত পান করে মশা,
বাঁচে না যে বেশি দিন।
যেজন ঝরাবে রক্ত মানুষের,
জীবন দিয়েই শুধিতে হইবে ঋণ।

মাছি ভনভন করে সারাক্ষণ,
নষ্ঠামি তার খেলা।
সময় থাকতে শুধরে না নিলে,
অকালেই ফুরাবে বেলা।

মরিবার তরে উইপোকা উড়ে,
ভাবে না যে আগুপিছু।
যাহার যা নয় তাহারই বড়াই,
ধ্বংসিবে সব, নিজের যা আছে কিছু।