ভালবাসা ‘সত্যি’ হয়?
কি জানি- তা জানি না।
মিথ্যে আবেগ-ভালবাসায়,
ভর্তি সারা দুনিয়া।
‘সত্যিকারের ভালবাসা’
বলে কিছু আছে কি?
হয়তো আছে- হয়তোবা নাই,
যা দেখি তার সবই মেকি!
হয়তোবা কেউ ভাগ্য গুনে,
ভালবাসা পেয়েছিল।
সত্যিকারের ভালবেসে,
নিজেই ঠকে মরেছিল।
কষ্ট বুকে চেপে রেখে,
গেয়েছিল প্রেমের গান।
হতাশ মানুষ ভেবে নিন,
এই-ই বুঝি পূণ্য প্রাণ।
হয়তোবা তাই তাকে দেখেই,
জানলো সবাই ’ভালবাসা’।
খুঁজতে সবার জীবন গেল,
পুরলো না যে ’মিথ্যে’ আশা।
হয়তো আবার এমন হবে,
ভালবাসা বদলে গেছে।
মনের দরদ ত্যাগ করে সে,
মানিব্যাগে লুকিয়েছে।
এখন যে তাই ব্যস্ত সবাই,
’সত্যি ভালবাসা’ পেতে!
মনের মতো মন খোঁজে না,
মানিব্যাগেই আস্থা রেখে।
এবার তবে বলাই চলে,
ভালবাসা ’সত্যি’ হয়।
’সত্যিকারের ভালবাসা’,
মানিব্যাগেই, মনে নয়।