ঝরে যাক, ঝরে যাক,
ভুলে ভরা যত পাতা আছে মোর জীবনে।
মুছে যাক, মুছে যাক,
মলিনতা যত বাসা বেধেঁছিল বসন্ত সমাগমে।
ক্ষনিকের ভুলে নয়,
প্রকৃতির খেয়ালেই কিছু পাতা ঝরে যায়।
ব্যাকুল এ হৃদয় তবু,
বারে বারে পিছু চায় মোহময়তার নিয়মে।
নতুন দিনের স্বপনে,
হারানো স্মৃতি রোম্থনে তরু কাঁদেনা নির্জনে।
যতটুকু আশা হায়!
তাই দিয়ে গড়ি আপন ভূবন সুখো-দুখো সঙ্গমে।