সকালে সন্ধ্যা প্রদীপ জ্বেলে ভালোই করলে,
সন্ধ্যায় আর দেখা হবে না বলে।
সকালের স্নিগ্ধতায় ভরে রাখো মন,
সন্ধ্যার আধাঁর যেন না আসে কোনো কালে।
দেবতার বেদিতে লাল গোলাপ রেখে ভালোই করলে,
খোঁপায় পরা দেখতে পাবো না বলে।
প্রেমের নৈবেদ্যে পূর্ণ রাখো পুজার থালা,
হৃদয়ের একান্ত সমার্পন যেন না যায় বিফলে।
ইচ্ছে করে নিজেকে লুকিয়ে রেখে ভালোই করলে,
প্রতিদানের অপেক্ষা করতে হবে না বলে।
আরশিতে দেখা অনুপম হাসিতে ভরে থাকো,
মলিন মুখ যেন না থাকে অন্যপারে দেখা হলে।