মনের খেলা খেলতে গিয়ে,
মানছি যে হার বারে বারে।
কোনো কথা বলবো না আর,
যতই ভালবাসি তারে।
যতই ব্যাথা বাজুক প্রাণে,
বোঝে না কেউ এরই মানে।
মিথ্যে আশায় বাঁধবো না মন,
নিঃস্ব হলেও এই জীবনে।
চরণ খানি হাতে ছুঁয়ে,
বলবো না আর দাও ভরিয়ে।
আপন মনে কর্ম করে,
দেখবো এবার পাই কি তারে।
আনমনে ভাববো না আর,
অন্ন ছেড়ে অষ্ট প্রহর।
গড়বো এবার ভাগ্যটারে,
আপন হাতেই যত্ন করে।