পৃথিবীর অংকগুলো বড় গোলমেলে।
এখন অংক কষে, যে ফল পাই বসে,
পরে দেখি সেই ফল আর নাহি মেলে।
কোন অংকের কি ফল কোনো ঠিক নাই।
সময় বদলে গেলে, ভিন্ন পরিবেশ এলে,
একই অংক কষে কষে ভিন্ন ফল পাই।
অসহ্য অংক সব জীবনের পাঠে।
যত ভেবে ভেবে করি, শেষকালে কেঁদে মরি,
পাওনা যা আশা করি ওঠে সব লাঠে।
কোনো অংকের সমাধান কোথা নাহি দেখি।
কততো পন্ডিত আছে, আমি যাই যার কাছে,
যে যার মতো বলে মনে হয় সব মেকি।
নিয়ম মেনে অংক কষে লাভ নেই আর।
করবো এবার তাহা, চারিদিকে দেখি যাহা,
যে ফল আসে আসুক মেনে নেবো সার।
১৫.০৪.২০১৮; রাত ১:১৮