ও তোর বিশ্ব রূপের মহিমাতে,
কান পেতেছি আপনা হতে।
মনের মাঝে ডাক দিয়ে যায়,
মন্দিরে তোর মুর্তি হতে।
পথ হারিয়ে একলা আমি,
উদাসভাবে ছিলাম বসে।
তনু আমার উঠলো দুলে,
হঠাৎ করে কার পরশে?
চমকে গিয়ে মরি মরি,
চারিপাশে খুঁজি তোরই।
ব্যাকুল আমার মন কাঁদে হায়,
তোর চরণের আসন পেতে।
কবে আমার আসবে সেদিন?
পাবো রে তোর আপন করে।
আপন হাতের মালা দিয়ে,
করবো বরণ হৃদয় জুড়ে।
আকুল মনে ডাকছি রে হায়,
আয় চলে আয় আজি প্রাতে।
চাইনা আমি আর কিছু হায়,
তোর লাগি এই কাঁদছে হৃদয়।
অদেখা এই বাঁধন মনে মেনে,
নিয়ে নে না তোরই কাছে টেনে।
কাটিয়ে দেবো যে কটা দিন বাকী,
তোর চরণতলে চরণ সেবায় মেতে।
২৩.০৫.২০১৮; রাত ১১:৪৩