বিরহ মোর বাসরও ঘর,
যন্ত্রনা ফুল সজ্জা।
দুঃখ মোর রাখে বাহুডোরে,
সুখেতে পাই আমি লজ্জা।।
কান্না মোর অভিসারে ডাকে,
বেদনা হয় সাথী।
তারা-শশী মোর দিয়ে যায় আলো,
র্নিঘুম কাটে রাতি।।
পথ চাওয়া মোর নিয়তির খেলা,
বঞ্চণা মোর সখী।
হৃদয় নাচে মোর না পাওয়ার ছন্দে,
কষ্টকে হাসিতে ভরিয়ে রাখি।।