মনকে জাগ্রত করো,
মানুষ হইবে পরে।
দেহটা নিমিত্ত, কাজে লাগিয়ে,
মনের পরিধি বাড়ে।

দেহ দিয়ে হয় নিত্য কর্ম,
মনের অধীনে চলে।
দেহের শক্তি বল হইলেও,
সামর্থ্যকে মনের শক্তি বলে।

আত্মার শক্তি শৌর্য জেনো,
মনেরও উপরে স্থান।
আত্মাকে যদি জাগাইতে পারো,
জগতে হইবে মহান।