ধর্মের লক্ষ্য সমাজের সুখ
অকপটে ভুলিয়া হায়!
সমাজ বিভাজনে ধর্মের ধ্বজা
মানুষ নাচায়ে যায়।।
জ্ঞান, ন্যায়, ধৈর্য্য, প্রেম
আর সমর্পণ মিলিয়া পাঁচ।
ধর্মের আধার জানিয়াও কেহ
করেনাতো কোনো কাজ।।
ধর্ম চর্চা মানুষভেদে
হইতে পারে বহু কিছু।
আধার মানিয়া ধর্ম পালিলে
হয় নাতো কেহ নিচু।।
সমাজের সুখে নিবেদিত হতে
মানব জন্ম লয়।
সঠিক পথে জীবন চালাতে
ধর্ম সারথি হয়।।
ধর্মকে যদি ধারণ করিয়া
মনের চর্চা করো।
সমাজের সুখে সংসারে সুখ
বাড়িয়া যাইবে আরো।।
সংসারে সুখ অনাবিল হলে
সব সৃষ্টি হইবে মঙ্গলময়।
মারণাস্ত্র তৈরি করিতে
হইবে না আর শক্তি ক্ষয়।।
সৃষ্টির যদি কল্যাণ হয়
স্রষ্টার হইবে জয়।
কর্মের মাঝেই বাঁচিবে মানুষ
দূর হইবে যত মৃত্যু ভয়।।