আমি দেখেছি বৃষ্টির জলের অণু
তীব্র হাওয়ার কাছে পরাজয়
মেনে উড়ে আসছিল আমার বারান্দায় ।
আরো দেখেছি বৃষ্টির পয়
কিভাবে মাটি ধয়
আর ধয় আমার মন
আমি দেখেছি বৃষ্টির সলিলের
আওয়াজ কত মধুর শব্দ
করে ডাকে, ভিজতে আয় আমার নীরে
আরো দেখেছি বৃষ্টির বারির চাপে
গাছের পাতা কি করে কাপে,
কি করে বানায় তাকে রূপার পত্র ।
আর কি করে ধুয়ে দিয়ে যায় মনের
দুর্গন্ধ ।
আমি দেখেছি বৃষ্টির পদক
বিশ্বাল মাঠে
নভঃ আর ভূ এর
ব্যবধানে খেলে বাতাসে অম্বুর
তরংগের খেলা
আরো দেখেছি পিচঢালা পথে হেঁটে
যাওয়া তরুণীর পায়ে নূপুরের খেলা
আমি দেখেছি বৃষ্টির
পানিতে জীবনের তিলকপত ।।