পৃথিবীর বুকে যাযাবর জীবনের সমাপ্তি চাই,
চাই এক শান্তির বসত ঘর,
একটি সাজানো গোছানো কক্ষ
যার দেয়াল সাজবে কারো শখের কারুকাজে।

আমি চাই বসন্ত বিকেল, পূর্ণিমার রাত
চাই কেউ পাশে থাক,
গল্প উঠুক জমে, মনের ক্লান্তি
ধুয়ে মুছে নিয়ে যাক।
চাই কেউ হাতে হাত রেখে পাশে থাক আমার অবসরে।

চাই কেউ অপেক্ষায় থাক আমি ফিরছি বলে,
বসে থাক পথ পানে চেয়ে,
রাঙা ঠোঁট, খোঁপা বাঁধা কেশ
কেউ নিজেকে রাখুক সাজিয়ে
চাই আমিও কারো খোঁপায় লাল গোলাপ দিব গোঁজে।

চাই কেউ আহ্লাদী হোক, একটু মিছে রাগ
একটু মিছে অভিমানে
একটু আদর, একটু ভালবেসে
তারে বুকে নেই টেনে
চাই সুখের নিদ্রা আসুক কারো ঘুম পাড়ানি গানে।

আমি চাই একাকীত্বের বিষাদ ঘুচে যাক
হোক তার মনোহারী অবসান
ভালবেসে কেউ পাশে থাক
নতুন স্বপ্নে বাঁচুক প্রাণ।
চাই কারো হাসিতে লুকিয়ে থাক একসাথে চলার আবাহন।