আঁখি তব যেন হাজারো স্বপ্নের নীড়
আমি যতবার-ই দেখি,
ততবার-ই মরি
মরিয়া বাঁচিতে তব আঁখি তটে করি ভীড়।
হাসি যেন তব জোছনা চন্দ্র
আলো মোর আঁধারে,
ঘন কালো কেশে তব মেঘ করে খেলা
দখিনা মলয়ে তাহা উড়ে।
পুষ্প পাপড়ি সম ওষ্ঠ তব
রচিল কত কাব্য,
ঐ অধরের শ্রী হেরিয়া কত
আঁখি হলো মুগ্ধ,
তব রূপ আমি হেরিয়াছি যবে
নিজেরে করেছি সমর্পণ,
তব হৃদয় তরে মম হৃদয়ের প্রেম
সদা করিব অর্পণ।।