বৃষ্টি বরিষণ দিনে মনের কোণে
কোনো এক শূন্যতার উপস্থিতি অনুভবে
হয়তো তোমাকেই মনে পড়ছে খুব করে।
কল্পনার জগতে বিচরণে ক্লান্ত মন
স্মৃতিকে পুঁজি করে অলীক স্বপ্ন বুনে
ভাল থাকার চেষ্টায় ব্যর্থ বারে বারে।


বৃষ্টির রিনিঝিনি ছন্দ মাধুর্য হারিয়েছে
শ্রী হারা বড্ড মলিন চাঁদের জোছনা
ফুলের সুরভী কিংবা রূপে সেই টান নেই
সমুদ্রের নীল ঢেউ আজ বিরহের উপমা।


আজকাল আঁধারকেই মনে হয় আপন
একাকীত্ব কে উপভোগ করি আঁধারের গভীরতায়
গাঢ় কালো আঁধার কানে কানে বলে
ভুল ছিলাম আমি, ভুল করে
নিজেকে জড়িয়ে ছিলাম তোমার মায়ায়।।