তোমার অপেক্ষায় কত বসন্ত গেছে পেরিয়ে
অভিমানে কত শিউলি মালা গেছে শুকায়ে
কত কোকিল থামিয়েছে কুহুতান, কত কৃষ্ণচূড়া গেছে ঝরে
কত শত বার কাশফুল ফুটেছিল ঐ নদী তীরে।
কত পূর্ণিমার রাত হয়েছে প্রভাত তোমার ভাবনায়
কত প্রজাপতি তোমার খুঁজে এসেছিল মোর আঙিনায়
কতবার রংধনু দিয়েছিল উঁকি ঐ নীল অম্বর জুড়ে
তোমায় ছোঁয়ার ইচ্ছে নিয়ে কত বৃষ্টি ঝরেছিল অঝরে।


আমিতো কেবল ভালবেসেছি, তোমার মায়ায় বেঁধেছি মোরে
তোমারে ভাবিয়া কাটছে প্রহর, যদিও আছো দূরে।
মাঝে মাঝে শুধু নিজেরে শুধাই আসবে কি কভু ফিরে?
জানতে কি কভু পারবে তুমি, কত প্রেম ছিল তব তরে?
হয়তো আমার এ জীবনের বেলা ফুরাবে তোমার অপেক্ষায়
পরের জন্মে যদি ফিরি তবে আবার না হয় চাইবো তোমায়।