আমি তোমার মন খারাপের কারণ হবো
কোনো এক শিশির ভেজা ভোরে, দূর্বা শিশিরে,
ভিজিয়ে চরণ, একা তুমি হাঁটবে যখন,
সেদিন আমি তোমার মন খারাপের কারণ হবো।


আমি তোমার মন খারাপের কারণ হবো,
কোনো এক বৃষ্টি দিনে, ঘরের কোনে,
থাকবে যখন একা, আনমনে,
সেদিন আমি তোমার মন খারাপের কারণ হবো।

আমি তোমার মন খারাপের কারণ হবো,
বসন্ত এলে, পথের ধারের ঐ কৃষ্ণচূড়ার ডালে,
রাঙ্গা হবে যখন লাল ফুলে ফুলে
ঐ পথ ধরে চলবে যেদিন
সেদিন আমি তোমার মন খারাপের কারণ হবো।

আমি তোমার মন খারাপের কারণ হবো
কোনো এক পড়ন্ত বিকেল বেলা, তুমি একেলা,
পুরোনো অভ্যেস থেকে, চলবে যখন পথে,
সেদিন আমি তোমার মন খারাপের কারণ হবো।

আমি তোমার মন খারাপের কারণ হবো
কোনো এক নির্ঘুম রাতে, কবিতার বই হাতে
কবিতার কথায়, খুঁজবে যখন আমায়,
সেদিন আমি তোমার মন খারাপের কারণ হবো।