তোমার হাসি,
ঐ বহমান ভরা স্রোতস্বিনীর ঢেউয়ের মত,
উপচে পড়ে আমার হৃদয় তটে,
আমি অপলক চেয়ে দেখি বারে বার।

তোমার হাসি,
কাশ বনের শ্বেত শুভ্রতার মত,
দোলে আমার হৃদয় অঙ্গনেতে,
আমার ক্লেশ লয় কেড়ে প্রতি বার।

তোমার হাসি,
পাহাড়ের বুক চিরে আসা ঝরনার মত,
যেন প্রকৃতির প্রতিচ্ছবি আমার হৃদয় পটে
আমার মনের ক্লান্তি নাশে বারে বার।

তোমার হাসি
ভোরের আকাশে উদিত রবির কিরণের মত,
আলোময় আগামীর আহ্বান
আমায় এগিয়ে যেতে বলে আবার।

তোমার হাসি
এক অনন্য অনুপ্রেরণা
একটি কারণ, আমার বেঁচে থাকার।