সঞ্চিতা, মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে
কেমন আছ তুমি?
তোমার ঐ হাসি মাখা মুখ, মেঘ কালো কেশ
কাব্য লুকানো দুটি চোখ কতদিন হলো দেখিনি।

খুব জানতে ইচ্ছে করে এখনো কি তুমি,
আনমনে জানালার পানে চেয়ে কল্প লোকে হারিয়ে যাও?
ছাদ বাগানের ঐ গোলাপটি ছিঁড়ে তোমার খোঁপা সাজাও,
এখনো কি তুমি ভেজা চুলে আয়নায় বসে
তোমার সাথে কথা বলো?
বৃষ্টি হলে সবটা ভুলে বৃষ্টি ফোটায় ভিজতে চলো।
এখনো কি রাতের আকাশের তারা গুনে যাও আনমনে?
জোনাকী পোকা ধরবে বলে ছুটোছুটি করো তার সনে।
এখনো ও কি রাত জেগে ঝিঁঝিঁপোকাদের সাথে বলো কথা?
অলস দুপুর, নির্ঘুম রাতে আজও তোমাকেই ভাবি সঞ্চিতা।

ভাবনা কি শুধু আমার নাকি তুমিও আমায় ভাবো?
ঝিঁঝিঁপোকাদের ভিড়ে হঠাৎ করে আমাকে কি খুঁজো?
হয়তো তোমার আমার বিচ্ছেদ ছিল আমার নির্মম নিয়তি,
ভালবাসা আজও প্রথম দিনের মতই আছে সঞ্চিতার প্রতি।