সঞ্চিতা, ফিরে এসো
শীতল বৃষ্টি হয়ে, তৃষ্ণার্ত মরুর বুকে
ফিরে এসো, শীতলতা নিয়ে গ্রীষ্মের ভরা দুপুরে
আমি বৃষ্টিতে ভিজে চোখের নোনা জল আড়াল করতে চাই।

সঞ্চিতা, ফিরে এসো
নতুন কোনো এক বসন্তের রূপে
ফিরে এসো, রংধনুর সব রঙ নিয়ে সাথে
আমি অতীতের জীর্ণতা মুছে আবার জীবন রাঙাতে চাই।

সঞ্চিতা, ফিরে এসো
নীল সমুদ্র হয়ে, নীল ঢেউ নিয়ে
ফিরে এসো তোমার আপন বিশালতায়
আমি তোমার নীলে আমার নীল বিরহ বিলিয়ে দিতে চাই।

সঞ্চিতা, ফিরে এসো নতুন করে
নতুন কারো রূপে, নতুন স্বপ্ন নিয়ে
ফিরে এসো এক আকাশ ভালবাসা নিয়ে
আমি আবার আমার সবটুকু দিয়ে কাউকে ভালবাসতে চাই।