হয়তো পড়িবে না মনে মোরে আর
যেদিন ছাড়িব সংসার, যাইবো পরপার।
প্রথম দেখিলে মোর কায়া, হয়তো হইবে মায়া
হয়তো তখন করিবে ক্রন্দন দিন তিন-চার
তারপর পড়িবে না মনে মোরে আর।
রোপিয়াছি এক শিউলি শাখী
উঠোনের ঐ ঈশান কোণে,
ফুটে যদি তাহে কভু শিউলি রাশি
কোনো শারদ রজনীর লগনে,
শিউলি সুবাসে যদি হরষ আসে
কোনো পথিক চিত্তে আবার
সেদিন হয়তো সে স্মরিবে মোরে
নয়তো পড়িবে না মনে মোরে আর।