কোনো এক বসন্তে,
আমি বিকেল দেখতে যেয়ে
তোমায় পেয়েছিলাম,
আকাশ দেখতে যেয়ে,
বেলকনিতে বসা তোমায় দেখেছিলাম
তোমার লাল শাড়ীর মায়ায় পড়েছিলাম।
হরিণীর মত চোখ, লাল দুটি ঠোঁট
আমি খোঁপা বাধা চুল দেখেছিলাম,
রূপালী কানের দুলের মায়ায় পড়েছিলাম।


জানি সে কেবলই মায়া, ভুলিবার মত নয়,
সেই শাড়ী, সেই চোখ, লাল দুটি ঠোঁট,
সে বিকেল করেছে স্মৃতিময়।