এসেছে বসন্ত,
কোকিলের কুহূতানে মুখরিত চারিদিক
বৃক্ষরাজির নগ্ন শাখায় নব পত্র পল্লব
জীর্ণতা মুছে, নব যৌবনা প্রকৃতি আবার,
চলো আমরাও নতুন করে প্রেমে পড়ি
আমি তোমার প্রেমে আর তুমি আমার।।
বসন্ত এসেছে,
গোলাপ পলাশ অশোক শিমুল
সকল রূপ শ্রী নিয়ে প্রস্ফুটিত
কৃষ্ণচূড়া হয়েছে লাল ফুলে ফুলে,
চলো না, আমরাও নতুন করে সাজি ভালবেসে,
মিছে সব অভিমান অভিযোগ ভুলে।
এসেছে বসন্ত,
বহে দখিনা মলয়, সমুদ্র জল নিয়ে সাথে,
শীতের রুক্ষতা মুছে, কোমলতা করে সঞ্চার
তুমিও আবার আসো, কমল প্রেম হয়ে
ঘুচে যাক আমার হৃদয়ের সব হাহাকার।।