বসন্তের বিকেল তোমার কথা মনে করিয়ে দেয়,
বাসন্তী রঙ্গের শাড়ী,
লাল টিপ, লাল চুড়ি পরে আসতে তুমি
তোমার কেশ কবরী তে কৃষ্ণচূড়া গুঁজে দিতাম আমি।
সবুজ ঘাসের গালিচায় পাশাপাশি বসে,
অনাগত আগামী কে দুজন মিলে সাজাতাম,
স্বপ্নের পিঠে নতুন স্বপ্নের জাল বুনে
পৃথিবীর সব সুখ নিজের করে নিতাম
কখনো ভাবিনি ঝড় আসবে চৈত্রের ভরা দুপুরে,
তছনছ করে দিবে আমার বসন্ত বিকাল।
বছর পাঁচ পরে আবার এসেছে বসন্ত,
কৃষ্ণচূড়া হয়েছে লাল পথের ধারে ধারে,
তবে তুমি আর আমি নই পাশাপাশি,
মোরা আছি আজ যোজন যোজন দূরে।
আজও আমি আছি,
তোমার ফেরার পথ পানে চেয়ে,
এক বুক আশা, এক বসন্ত ভালবাসা নিয়ে।