আধার ধরিত্রীর পথে-
লাগাম টানে এক শিশি কালি,
ছায়ার আবেশ হারায়
তীব্র পদদলিত বালি।
রাতের ঘোমটা ঢেকেছে কত-
হাজার হাজার মুখ,
আব্রু আজ কনিষ্ঠতম
হিংস্র-রসিক সুখ।
রক্তে আজ ভাসছে কত-
অজানা চিতার কাঠ,
লজ্জিতা আজ পোড়া-কয়লা
ধূসর সেপাই মাঠ।
দেওয়ালে দেওয়ালে হচ্ছে কেবল-
কলঙ্কীনির প্রচার,
নির্লজ্জ আজ ছেটায় কাদা
হয়না তার সঠিক বিচার।
নেশার ঘোরে ছুটছে সমাজ-
জেলে আর আদালতে,
রক্তে গড়া শরীরটাকে-
শেখাতে অক্ষম;মনুষ্যত্ব তৈরীতে।
[ কবিতাটি লেখা হয়েছে ১১/০৫/২০১৭ তারিখে ]