চোখের কোণে হাজারও স্বপ্ন
ঘুরছে ডালে ডালে,
ছোট্ট শিশুর হারানো শৈশব
ফেরাবে কোন্ কালে ?
ওই যে শিশু বেড়ায় ঘুরে
রেললাইনের ধারে ধারে,
ভাবো কি ওদের তুমি
নদীর পাড়ে একটু বসে ?
কাল সকালে কি যে খাবে
জানেনা ওই ছোট্ট মন,
মাথার ওপর হাজার তারা
মিলবে কি কোনো সজ্জন ?
ওদের নিয়ে হয়না কোনো
গগন ফাটা মেঘ বৃষ্টি,
তবুও কি করছে না ওরা
নিজেই নিজেকে সৃষ্টি ?
[কবিতাটি লেখা হয়েছে ২৫/০৮/২০১৭ তারিখে]