কেমন আছো তুমি আজ টিয়াপাখি ?
হয়তো খুব ভালোই আছো!থাকারই কথা।
বহুদিন কথা নেই,সম্পর্কটাও না থাকারই সমান।
আচ্ছা তোর প্রেমিকের খবর কি?
তার গানের কেরিয়ারের খবর শুনিনি অনেকদিন।
ভালো লাগলো তোর মুঠোফোনে তার ছবি দেখে।
ভালো কথা,তোর রাগ টা কি এখনও একইরকম?
তোর এই রাগ টাই আমাকে ভয় লাগাতো।
আশা করছি নতুন প্রেমিক এটার টের আর পাবে না।
তোর ভাইয়ের ব্যাপার-স্যাপার কি?
আগের মতোই মোটা আছে নাকি রোগা হয়েছে।
ভাই-বোনের মারপিট নিশ্চয়ই আগের মতো নেই আর।
আচ্ছা প্রিয় চুড়িদারগুলো আর পড়িস না কেন?
জানি,শহুরে কায়দায় পরিস্থিতি বদলে গেছে।
তবুও মাঝে-সাঝে পড়লে ভালোই লাগবে তোকে।
অনেকদিন এডভেঞ্চারে বেরোসনি কেন?
সম্ভবত তোর পাহাড় ভালোলাগে,তুই বলেছিলি।
তোর পুরানো সাইকেলটার সাথে সাক্ষাৎ হয়নি কিছুমাস।
তোর চশমার ফ্রেমটা কি একই আছে?
অনেকদিন তোকে আর চশমা পরতে দেখিনি কই।
পাওয়ার টা কমলো কিনা জানাস সময় পেলে।
আমার কোনো ছবিটবি আছে নাকি তোর বাড়িতে?
জানি থাকলেও তা মুছে ফেলতে কোনো কষ্ট হয়নি।
কিন্তু তোরটা,বদ্ধ কেবিনে বন্দি আমার আলমারিতে।
ভালো থাকিস,ভালো থেকো।
আমার ঘরের দ্বারের ছিটকিনি পড়ে আছে খোলা।
দুয়ারে বরণডালা সাজিয়ে অপেক্ষা করবে আমার বাড়ির কেহ।
সেদিন সবচেয়ে খুশি হয়ে পেতে পারি অনেক সুখ।
যদি ঘোমটার নীচে স্থির চোখে,
দেখতে পাই তোমার সেই হাসিভরা মুখ।