সেই ছেলেটি এখনো বন্দি রয়েছে ।
যার জন্ম হয়েছে কোনো এক-
অমাবস্যা রাত্রির উন্মুক্ত আকাশের নীচে ।
জন্ম থেকে যে দেশের ও দশের জন্য বলিপ্র্রদত্ত ।
সেই ছেলেটি,জন্ম থেকেই যার-
হাত,পা,চোখ,কান,শরীর-মন
বন্দি ছিল স্বদেশের সীমানার গন্ডিতে ।
শৈশবের প্রথম শিক্ষায় বর্ণপরিচয়-এর বদলে
যার হাতে তুলে দেওয়া হয়েছিল
যুদ্ধধারী সৈনিকের কড়া পোশাক,
আর কৈশোরে গীতা’র বদলে রাইফেল ।
সেই ছেলে আজ এখনো বন্দি !
জন্মের পরে সে নিজের ধর্মপরিচয় পায়নি
তাকে দেওয়া হয়েছিল দেশের জন্য যুদ্ধকর্ম ।
গায়ে তার সৈনিকের পোশাক,হাতে দুর্জয় রাইফেল
রণাঙ্গনে নেমেছে সে নিজের সৌন্দর্যের মায়া ত্যাগ করে ।
ত্যাগ করেছে সে আত্মীয়পরিজনের বন্ধন,
ছুটি নিয়েছে সে তার নীলিমাঘেরা সমাজ থেকে
আর বিদায় নিয়েছে তার বাল্যকালের স্বাধীনতা থেকেও ।
সেই ছেলে,যাকে রাতের পর রাত পাহারা দিতে হয়েছে
সবাক আকাশের তলে থাকা নিজের দেশের মাটিকে ।
শুধু দেশের মাটিকেই সে পাহারা দেয়নি,
পাহারা দিয়েছে দেশের মানুষগুলোকেও ।
তাদের ছোটো ছোটো হাসি,আলতো ভালোবাসা,
আনন্দ,মজা,সুখ,দুঃখের মুহুর্তগুলোও
তার স্বপ্নে প্রজ্বলিত হয়ে থাকতো ।
কিন্তু,যে আমাদের এত স্বাধীনতা দিল
আজ তার স্বাধীনতা কোথায় ?
আমরা তাকে এতটুকু স্বাধীনতা দিতে পারিনি,
তার স্বাধীনতাকে কেড়ে বন্দি করেছি-
প্রতিপক্ষের হিংস্র্রতার ফলাফলের সামনে ।
সেই ছেলে......সেই,সেই
সেই ছেলে,যে আজ এখনও বন্দি !......
......আজ এখনও বন্দি......