এখনও মনে রেখেছি তোমায় ।
সেই মুখ,সেই চোখ,
সেই নাক,সেই ভালবাসার অনুপ্রেরনায় ।
বেশ তো সবই ঠিক ছিল
কীসের নজর লাগলো জানিনা !
এমন করে দুঃখ দিয়ে,
কি সুখে রাখলে নিজেকে !
স্নানের পরে পিঠের ওপর
আলতো করে ফেলতে তুমি
আদরের সেই কোঁচকানো চুল ।
এখনও আমার মনে আছে
তোমার কানের ছোট্ট সেই দুল ।
মনে আছে-
ঠোঁটের কোনে আলতো হাসি
আর,দৃষ্টি বন্দি ওই লাল ফ্রেম ।
প্রতিদিন মনে পড়ে ,
তোমার পুরানো স্মৃতিকথা ।
আমি তো তোমায় দিয়েছিলাম
সদ্যফোটা নিশিথের রজনীগন্ধা ।
তার প্রতিদানে ফিরে পেলাম-
দিন-দুপুরে শুকিয়ে যাওয়া
বাসী কাঁটার অপরিসীম ব্যথা !
তুমি মৌমাছি আবার কেবল পাখি
উড়ে যাও তাই যখন তখনি ।
এখনও বসে আছি রাতের হ্যারিকেনে
যদি ফিরে আসো আমার ভুবনে ।