কত রাত একা জেগে থাকবে,কবি
তুমি কি নিশিথের কান্ডারী !
কত কত লিখেছো,আর কত লিখবে
হিংসার আগুন কি তাতেও নিভবে ?
প্রতিদিন কত লোক হচ্ছে শিকার
তাতেও তো আমার সমাজ নির্বিকার !
কত কত শাস্তি,মেলে নাকো স্বস্তি
চেয়ে দেখেছো কি ওই দূর বস্তি ?
বহু ধর্ষিতার আর্তনাদ স্বপ্নে থাক
ধর্ষকের চেতনা ফেরার এই সামান্য অঙ্গীকার !
কত কত ধর্ষিতা,পুড়ে হল ছাই
তবু কি সমাজে মনুষত্বের উদয় ঘটে নাই ?
বহু লজ্জায় আজ দূষিত আমার দেশ
কুরুচির ইতিহাস তবে এখানেই শেষ !
কত কত দূষণ,স্থান পাবে শোষণ
পরাতে পারো না কি পূর্ণ এক ব্সন ?