মৃত্যু আজ হেঁটে গেছে
সিরিয়ার ওই রাজপথ দিয়ে,
বুকের মাঝে পাথর নিয়ে
রক্তবন্যা ভাসিয়েছে আজ।
দুধের শিশু কতই বা বোঝে
কিʼই বা তার সন্ত্রাস জ্ঞান,
নিজের মৃত্যু নিজের চোখে
আয়নার বুকে গুলিবিদ্ধ বাণ।
শিশুর চোখে হাজার আতঙ্ক
ফুটছে যেন অগ্নিগর্ভে,
মাথার ওপর ঠেকানো রাইফেল
চলছে আজ মহানন্দে ।
ওদের চোখের জল আর
স্পর্শ করে না মাটিকে,
বাতাস তাই হচ্ছে ভারী
টাটকা বারুদের গন্ধতে ।
(কবিতাটি লেখা হয়েছে ২৮/০২/২০১৮ তারিখে।)