আতঙ্কটা আজ আবার নতুন করে পেয়ে বসলো।
আমার বিবেক বড়ো নিষ্ঠুর হয়ে জন্মেছে,
বিবেকজোরা লজ্জাও ফেরাচ্ছে আমায় দেখে মুখ।
হৃদয়ের পর্দাটা আজ ফুটি-ফাটা,হয়েছে জীর্ণ
বর্ষার জল তাই ভিজিয়েছে ওই মাঝখানটায়।
সত্যি করে বলার মুখ আজ পাথরের তলায় পড়েছে চাপা,
তোমায় ভালোবাসি এ কথাও আজ যেন উষ্ণ রসিকতা।
ভদ্রতাটাও আমার আজ বিক্রি হয়েগেছে দোকানদারের বস্তায়,
শেষ খনির আগুন টাও নেমেছে আজ রাস্তায়
যদি বাকিটা দেওয়া যায় আরও কিছুটা সস্তায়!
আলকাতরায় রঙিন হয়েছে ধূসর এ মুখখানি,
তোমার কষ্টে আমারও আসন ফাঁকি,তা জানি।
ব্যাঙ্গ করে বলতে চাইনা,যদি শোনো তাহলে বলতে পারি...
মা শুধু তোমার নয়,আমারও জননী,জেনো সকলের,
পদোন্নতি আরো কিছুটা বাকি আছে,বোঝা আর বোঝানোর।
কান ঘেঁষে ভালোবাসা দিয়েছে উঁকি;তাকে সাজিয়ে রাখতে জানি,
হাজারও বোঝার কবর খুঁড়ে আজ এখানে দাঁড়িয়ে;
একটি বালুভূমিতে,অন্যায় আর ক্ষমা যেথায় ঠেকায় মাথা।
জানিনা কোনোদিন কয়লা ধোয়ার জল রঙিন হবে কিনা,
হয়তো তোমার ক্ষমার মাঝে ঝরে পড়বে একরাশ গোলাপ ফুল।
অনেক কাজের মাঝেও দেখি মন্দিরে যাওয়ার পথ,
হয়তো কোনোদিন আর সাজবে না অভিমানের রথ।
একপৃথিবী ভালোবাসার কথা বলেছিলাম,
এতটুকুও তার দিতে পারিনি,ভয় কোরো না
শুধু আতঙ্কের দেওয়ালে ধরেছে আবার নতুন ফাট,
যদি পারো,দিয়ো ক্ষমা আছে যা হৃদয়ে;আর...
দিও তুমি ফাটলের গায়ে ভালোবাসা লেখার একটা সুযোগ।
                    
                                           - ইতি তোমার আকাশ।