হয়তো কোন পথের ধারে
অথবা ফুটপাতে,
জন্মটা তার অবহেলায়
অমানিশার রাতে।
ঘোর আঁধারে পৃথিবীটা
ঢেকে ছিল যখন,
নতুন করে আরেক দুখী
এসেছিল তখন।
নোংরা মাখা, দুঃখ ঢাকা
কোন এক বস্তিতে,
কাটে না তার কোন ভাবেই
একদিন ও স্বস্তিতে।
হাঁটতে শেখার আগেই শেখে
টিকে থাকার যুদ্ধ,
যায় সে বুঝে সুখ প্রাসাদের
সকল দুয়ার রুদ্ধ।
প্রতি কদমে বাধার পাহাড়
ডিঙ্গিয়ে সে পথ চলে,
জানেনা নিজে, কে নিলো তারে
সব হারাদের দলে।
প্রেম তার কাছে সিনেমা-নাটক
সুখ তার কাছে কল্প,
উদর পূর্তি-স্বাদের খাবার
যেন রূপকথা গল্প।
কেউ তারে কভু ফুল দেয় না'ক
সকলেই দেয় কাঁটা,
দিনের শুরুতে লাথি জোটে তার
সন্ধ্যায় মেলে ঝাঁটা।
এসো সবে আজ এই কথা ভেবে
লজ্জায় মুখ লুকাই,
বিধাতা করেছে মানুষ তাহারে
আমরা করেছি টোকাই।