ময়ূর সেজে কাক সাহেব যে বেড়ান ঘুরে ঘুরে,
সত্য এসে ধমক দিলেই, যায় যে বেটা উড়ে।

মিথ্যা যতই হোক না বড়, হবেই সেটা শেষ,
কদিন পরেই কারো মনে থাকবেনা আর রেশ।

সকল নকল - অনুকরণ গর্বের নয় মোটে,
পথের পাশে কাঙালেরও এক আধ টুকু জোটে।

নিজের যদি থাকে কিছু, সেটাই হল শ্রেয়,
কারো কিছু করলে নকল সম্মান হয় হেয়।

রাজার মত সাজলে কি আর রাজার সম্মান মেলে?
বাপ সর্বদা বাপই থাকে, ছেলে থাকে ছেলে।