আমার মাঝে ঘুমিয়ে ছিলো-
ভালোবাসার কাঙ্গাল, প্রেম খুদায় খুদার্ত,
আপাত শান্ত এক দুখি রাজপুত্র।
তুমি এলে,ছুঁয়ে দিলে যাদুর কাঠি।
রাজপুত্র জেগে উঠলো,
ভালোবাসায় আকুল হলো,
পৃথিবীকে ভুলে গেলো,
অশান্ত হলো শান্ত যমুনা।
এখন তীরে তীরে শুধু মরণ আর্তনাদ,
এখন প্রতিক্ষণে বাজে ভাঙ্গনের সুর।
কি করে, কি দিয়ে একে শান্ত করি বলতো...!
জানোকি কি পেলে যমুনা হবে শান্ত শিশু...?
জানোকি কিভাবে সুখি হবে আজন্ম দুখি এই হৃদয় যীশু....?
সে তুমি...।
কিন্তু পৃথিবী নিঠুর,সুখের আশা এখানে ভুল...
হাসির শাস্তি মৃত্যু-শূল...।
নিয়ম এখানে পায়ের বেড়ী,
ভালোবাসা বাড়াবাড়ি।
দুখের রীতি হেথা স্বতসিদ্ধ
তাই তোমার আমার প্রেম চির নিষিদ্ধ।