তোমার নামে মনের মাঝে
শাণ বাঁধানো ঘাট,
তোমার নামে রাত-দুপুরে
প্রেম; কবিতা পাঠ।

তোমার নামে পাখির ডানায়
বৃষ্টি জলের ছটা,
তোমার নামেই মনের বনে
বলগা হরিণ ছোটা।

তোমার নামে ছড়িয়ে দিলাম
নিকোটিনের মেঘ,
তোমার নামে অশ্রু-নদী
আবার পেল বেগ।