বিবেকহীনের সুখটা বেশী
বিবেকবান এর শান্তি,
কর্মবীর এর শ্রমটা বেশী
অলস লোকের ক্লান্তি।
সৎ মানুষের অভাব বেশী
অসৎ লোকের টাকা,
সত্যবাদীর রাস্তা সরল
মিথ্যাবাদীর বাঁকা।
জ্ঞানী লোকের ধৈর্য্য বেশী
মূর্খ লোকের ক্ষোভ,
ইমানদারের চেষ্টা বেশী
ইমানহারার লোভ।