আজকাল তোর দেখা পাওয়া যেন
মঙ্গলে জল পাওয়ার মত।
আজকাল তোর গলা শোনা যেন
মরুভূমিতে গোলাপের ঘ্রান।
তোকে কাছে পাওয়া যেন
ছুটন্ত হরিণের দুরন্ত পায়ে
নেলপলিশের প্রলেপ দেয়া।
কি করে এত দূরে গেলি তুই?
তোর চোখের কোনে জল!
সেতো আমারই দান।
তোর বাহুতে শুয়ে থেকে
তোর বক্ষ পাঁজরে ডুবে থেকে
'ভালোবাসির' চেয়েও কি সে দান বড়?
কেউ না জানুক তুই তো জানিস,
তোর বিরহে কেমন আমি,
পাতাল থেকেও গভীরে নামি,
কেউ না জানুক, তুই তো জানিস
স্পর্শ লোভে কেমন কাঁপি?
আয় রে আবার যাই হারিয়ে
ঠোঁটের ছোঁয়ায়, পাখির ডানায়...