একটুখানি চা-
তোমার ভীষণ প্রিয়;
কত যে অমিয় ! -
আমি জানি তা।
তোমাকে দেব ব'লে,
দু'হাতে নিলাম তুলে-
সবুজ সতেজ সহস্র পাতা।
সেই প্রাচীন উপায়-
পাতাগুলো ভাপে দিবে,
অথবা গাঁজন; তারপর শুকোবে,
তৈরি করবে দানা-দানা গুঁড়ো,
একটি কৌটো করবে পুরো ;
রেখে দেবে একটু অন্যভাবে -
যত্ন-মিশ্রিত ভালবাসায়।
অল্প অল্প করে চা-
খাবে তুমি মাঝেমধ্যেই;
হঠাৎ এক বৃষ্টিমাখা সন্ধ্যেয়
শুধু তোমার জন্যে - না,
আমার জন্যেও নিয়ে আসবে
এক কাপ চা;
আহ ! তোমার হাতের চা !
-এর কোন তুলনা হয় না !