আবছায়ার আবরণে মোড়ানো
তোমার মন, স্বাপ্নিক! হাতছোঁয়া
দূরত্বে দাঁড়িয়ে তুমি, অস্পৃশ্য!
মনের বাঁধা অতিক্রম্য, তবু
হাতছোঁয়া এই দূরত্বই যেনো
পাহাড় হয়ে থাকে, তোমার
আমার প্রণয়ে!
তোমার উদ্ভাসিত হাসিতে আমার
পথ হারানোর সূচনায়, পথ
হারিয়েও খুঁজিনি পথ! হারানো
পথেই খুঁজে নিয়েছি শেষ গন্তব্য,
তোমার, আমার, আমাদের!
পথ যা ই হোক, তোমার আমার
প্রণয়েই পথের সমাপ্তি!
আলোকিত টিএসসি কিংবা
অন্ধকার কার্জন, আমার সবটাই
উদ্ভাসিত, তোমার আলোয়!
আলো আঁধারির এই শহরে,
বৈপ্লবিক প্রেমের এই ক্যাম্পাসে
আমি তোমার প্রেম হতে চাই,
আমি তোমার বিপ্লব হতে চাই,
টিএসসি, কার্জন কিংবা ক্যাম্পাসজুড়ে।