চৌচির পথের অলিতে গলিতে আঁধারে খুঁজেছি আলো-
ধুলোবালি মাখা ব্যস্ত শহরের গোধূলীও বেসেছি ভালো।
রিক্ত হৃদয়ে সিক্ত ছোঁয়ার পরশ আনলে তুমি-
ফাকা হয়ে যাওয়া এই শহরেও এখনো তোমাকে খুঁজি।

বিভোর রজনী কেটে যায় আজ আধছোঁয়া আক্ষেপে-
হাতটা ছুঁয়েও ছোঁয়া হয়নি আলুথালু সংকোচে।
উঠুক-ডুবুক সূর্য আবার গোধূলী-প্রত্যুষে-
সারাটাসন্ধ্যা হাঁটবো আমি তোমার পাশে; ক্যাম্পাসে।