নিজের ভেতরে যন্ত্রণায় দগ্ধ হচ্ছি যখন
তখন তুমি হয়তো অন্যের বাহুলগ্না, 
আমার জীবনের অধ্যায়গুলো ঝরে পড়ছে যখন
তখন তুমি হয়তো অন্যের দেহে পরিবিষ্ট, 
আমার মন শীতের রুক্ষতায় জর্জরিত যখন
তখন তুমি হয়তো অন্যের উষ্ণ বুকে আশ্রিতা। 

প্রতিজ্ঞা দুজনেরই ছিলো
তবে, প্রতিজ্ঞা ভাঙলো একজনই, 
প্রতিজ্ঞা করতে যতটা সময় নিয়েছিলে
ভাঙলে তারও কম সময়ে! 

কেনো? 
প্রচন্ড আনন্দ পাও? 
পৈশাচিকভাবে উল্লাসিত হও? 
অভৈবভ সুখে ভাসো? 
পুরুষের মনে আশার স্বপ্ন জাগিয়ে ভেঙে দিয়ে? 
পুরুষের মনে বাঁচার স্বপ্ন জাগিয়ে কেড়ে নিয়ে? 
সময় কি এভাবেই চলবে? 
কাল কি এভাবেই বইবে? 

মেয়ে, বলছি শোনো, 
একদিন তুমিও দেখবে মুদ্রার উল্টোপিঠ, 
একদিন তুমিও বইবে স্বপ্ন ভাঙার যন্ত্রণা, 
একদিন তুমিও বুঝবে আশা হারানোর হতাশা! 

একদিন কোন পুরুষ, 
কোন লোভী পুরুষ, 
কোন স্বার্থপর পুরুষ, 
কোন অভিনেতা পুরুষ, 
কোন পরিণত পুরুষ, 
কোন পুরুষরূপী পুরুষ- 
দুমড়ে মুচড়ে দেবে তোমার নারীত্বকে, 
নিষ্ঠুরভাবে শুষবে তোমার সমস্ত রস, 
পদদলিত করবে তোমার অহংকে, 
নিংড়ে নিংড়ে ছিঁবড়ে করে রাখবে তোমাকে! 

সেদিন তোমার মনে পড়বে
আমার কথা, 
কাঁদবে তুমি, অবিশ্রান্ত কাঁদবে
কান্নার সায়রে ভেসে যাবে
তোমার মুখ,বুক,শাড়ি। 
আবার ফিরতে চাইবে আমার কাছে
আমার ছায়ায়। 

কিন্তু, 
বিশ্বাস করো, 
সেদিন তোমাকে আমি নির্দয়ভাবে ফিরিয়ে দিবো, 
অপমান, আঘাত আর যন্ত্রণা সহ। 
কারণ, 
আমি অসহায় প্রেমিক, 
আর, অসহায় প্রেমিকেরা নিষ্ঠুর, 
নিষ্ঠুরতাই তাদের একমাত্র অস্ত্র, 
আমিও নিষ্ঠুর প্রেমিক, 
নিষ্ঠুরতায় ভাস্বর 
আমার প্রেম।