আজ বৃষ্টিস্নাত রাত। অন্ধকার ঘরের বিছানায়
শুয়ে শুনি দ্রুত ভেসে যায়
চঞ্চল হাওয়ায় দূর অরণ্যের গাঢ় কণ্ঠস্বর।
আর কি উদ্দেশ্যহীন তোমার দেহের উপর
ক্রমশঃ ছড়িয়ে পড়ে আমার ভালোবাসার উন্মক্ত স্পর্শ।
মনে হয়, তোমাকে পাওয়ার
নিবিড় উৎসবে মত্ত আজ এই দৃপ্ত মনভূমি।
বৃষ্টির প্রবল শব্দে দ্রুত প্রতিধ্বনি
দ্বিধাহীন বহমান। চারপাশে স্বপ্নময় আঁধার।
এর আগে এই স্বাদ জানা ছিলো না আমার, পাওয়া হয়নি।
সৃষ্টির উচ্ছাসে কাঁপে সরোবরের মতন স্নিগ্ধ শরীর তোমার।
সর্বত্র দুচোখ মেলে দেখি পৃথিবীর
অদ্ভুত লাবণ্য ধারা প্রবাহিত তোমার শরীরজুড়ে।
আজ বৃষ্টিস্নাত রাত। জলে
পূর্ণগর্ভা হরিণীর চোখের মতন
রূপে,বর্ণে তুলনীয় ভালোবাসায় নীলিম
ছড়ায়েছো মুগ্ধতার রূপ এই রাতের আধারে।
এ পরম আকাঙ্ক্ষিত রাত। বৃষ্টির গভীরে
ক্রমশঃ ছড়িয়ে পড়ে সৃষ্টির আদিম উৎস গাঢ়
অন্ধকার
এ যেন ভূমিকা শুধু তোমাকে পাওয়ার।
আজ বৃষ্টিস্নাত রাত। অন্ধকার ঘরের বিছানায়
শুয়ে শুয়ে শুনি দ্রুত ভেসে যায়
চঞ্চল হাওয়ায় দূর অরণ্যের গাঢ় কণ্ঠস্বর।
এ কোন নতুন জীবন? দেহের উপর
বিচূর্ণ মেঘের মতো প্রবাহিত আদিম প্রবৃত্তি
ধাবমান দিকে দিকে। আর অন্তহীন
বৃষ্টির ধারায় নির্বাসিত এই অভিসার
সৃজনের এই স্বাদ
এর কিছুই জানা ছিলো না আমার।