বড্ড অভিমান তোমার?
সবসময় জিততে চাও নিজেই?
কাঠিন্যের আড়ালে লুকিয়ে রাখো নিজেকে?
ভাঙতে চাওনা কখনোই?
চাও না নিজেকে প্রকাশ করতে?
সবসময় জিতলেই কি জয়ী হওয়া যায়,
মাঝেমাঝে হারের ভেতরেও লুকিয়ে থাকে জয়,
এমন কিছু মানুষ আছে, যাদের কাছে
হেরেও সুখ, হেরেও জিত,
শুধু মানুষটাকে খুঁজে নিতে হয়।
দূরত্ব মানেই কিন্তু সর্বদাই ব্যবধান নয়!
কাছে আসার উপলক্ষও!
দূরত্ব না থাকলে কি কাছে আসার স্বাদ পাওয়া যায়!
দূরত্ব বাহ্যিক ব্যবধান বাড়ালেও হাজারগুনে আত্মিকভাবে কাছে টানে!
প্রথম কোনকিছুই ভুলা যায় না,
না প্রেম, না প্রেয়সী,
প্রথম সবকিছুই ঐশ্বরিক,
স্বকীয়তায় ভাস্বর!
হয়তো মনে রেখেছো কিংবা ভুলে গেছো,
জানিনা আদৌ,
জানতে চাইও না,
শুধু এটুকুই বুঝি, আমি কখনো ভুলিনি,
ভুলা সম্ভবও না,
আমার প্রথম যে তুমি!
যতবার প্রেমের পদ্য লিখেছি
ভেসেছি পদ্যের প্রেয়সীর অলীক কল্পনায়,
আমার মনে ফুটে উঠেছে তোমার অবয়ব,
তীব্র যন্ত্রণায়, অস্ফুট আক্ষেপে মন বিদ্রোহ করে বলেছে,
আরে! আমারো তো 'তুমি' ছিলে!
আমার 'তুমি'!
প্রেয়সী 'তুমি'!
আমাকে ফিরতেই হতো,
আজ অথবা কাল,
তুমি নিজেও হয়তো জানো,
আমরা যে একই মুদ্রার এপিঠ-ওপিঠ,
প্রথমের টান উপেক্ষা করবো এমন মহাপুরুষ আমি এখনো হয়ে উঠিনি!
তাই ফিরলাম,
আগের মতোই গ্রহন করে
কুসুম কুসুম ভালোবেসে
জড়িয়ে রেখো নিজের মাঝে।