কার্জনের সন্ধ্যায় তোমার মুখোমুখি বসে
যখন নিজেকে হারিয়ে খুজে ফিরছিলাম
তোমার চোখের মাঝে, 
তখন হঠাৎ দমকা বাতাস এসে তোমার
চুলগুলোকে উড়িয়ে দিয়ে আমার
মোহভঙ্গ ঘটালো-
  নিঃশব্দে!

আমি প্রায়শই হারিয়ে যাই, 
কখনো তোমার মুচকি হাসিতে, 
কখনো তোমার কথার জাদুতে, 
কখনো তোমার মুখভঙ্গির নাচনে। 
আমি হারিয়ে যেতে ভালোবাসি, 
ভালোবাসি তোমার সবকিছুতে হারিয়ে যেতে, 
তোমার মাঝে নিজেকে হারিয়ে খোঁজাতেই আমার যত সুখ!

তোমার হাতের উষ্ণতায়,
আমার বুকের ভেতর দুমড়ে মুচড়ে
ওঠা ভালোবাসা কি তুমি টের পাও? 
বুঝতে পারো কি আমার অব্যক্ত ভালোবাসার চিৎকার? 
অনুভব করতে পারো কি আমার ব্যাকুলতা? 
তোমাকে পাওয়ার ব্যাকুলতা, 
ভালোবাসার উচ্ছৃঙ্খল ব্যাকুলতা।

কার্জনের প্রতিটা ঘাস-
অনুভব করবে আমার ভালোবাসার অস্তিত্ব, 
কার্জনের প্রতিটা গাছ-
অনুভব করবে আমার অন্তরের গভীরতর আহ্বান, 
কার্জনের সমস্ত বাতাস-
ছড়িয়ে দিবে আমার ভালোবাসার রেণু, 
সমগ্র কার্জন হাত বাড়িয়ে-
ছড়িয়ে দিবে আমাদের প্রণয়োল্লাস।

আমি শুধু তোমার মাঝেই হারাতে চাই, 
তোমার হয়ে, 
তোমার সবকিছুতে, 
কার্জনের প্রতিটা ইঞ্চিতে, 
শুধু, 
তুমি, আমি আর -
কার্জনের ২ ঘন্টার প্রতিটি সন্ধ্যা।